আমলকী (Indian Gooseberry)

আমলকি Indian gooseberry

আমলকী 

            মেহ রােগে : লক্ষণ — শুক্র তরল আকারে গড়িয়ে পড়ে , প্রস্রাবের সঙ্গে শুক্র নির্গত হয় । চিকিৎসা — ১টি করে কাচা আমলকী রােজ খেলে রােগ সেরে যাবে ।
শ্বেতপ্রদরে : লক্ষণ — যােনি থেকে শ্লেষ্মর মত পদার্থ বেরােয় , পেটে মাঝে মাঝে বেদনা হয় , শরীর  শীর্ণ হতে থাকে ।  চিকিৎসা — পাকা আমলকীর বীজ চূর্ণ ও ১ চামচ মিছরী চূর্ণ মিশিয়ে , সকালে বিকালে ও সন্ধ্যায় । খেলে শ্বেতপ্রদর আরােগ্য হয় ।
               যােনির যন্ত্রণায় : লক্ষণ — প্রদর বা যৌনরােগের জন্য যােনি জ্বালা করে , কুটকুট করে , ব্যথা হয় । আমলকী প্রস্রাবেও কষ্ট হয় । চিকিৎসা কাচা আমলকীর রস ৪ চামচ নিয়ে তার সঙ্গে ৪ চামচ হেলেঞ্চার রস মিশিয়ে , প্রত্যহ ১ বার করে ১৫ দিন খেলে উপকার হয় ।
              প্রস্রাবে জ্বালা : লক্ষণ — গণােরিয়া প্রভৃতি কারণে এটি হয় । প্রস্রাবের সময় জ্বালা করে ।
আমলকী (Indian Gooseberry) আমলকী (Indian Gooseberry) Reviewed by Dip on June 28, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.