গেঁটে বাতে আকন্দের উপকারিতা

গেঁটে বাতে আকন্দের উপকারিতা

আকন্দ

           গুল্মরােগের লক্ষণ — পেটে তীব্র যন্ত্রণা হয় , ডেলার মত উঠতে থাকে । রােগী যন্ত্রণায় কাতর কত হয়ে পড়ে । । কে চিকিৎসা - ২ ফোটা করে শ্বেত আকন্দের আঠা একটি বাতাসাতে দিয়ে রােজ সকালে ৭ দিন । খেলে শুমরােগ নিরাময় হয় ।
             শূলবেদনায় : লক্ষণ — মাঝে মাঝে পেটে আকন্দ বেদনা হয় , রােগী কাতর হয়ে পড়ে । চিকিৎসা — আকন্দ পাতার মসৃণ দিকে অল্প সরষের তেল মাখিয়ে গরম করে বেদনা স্থানে । বসিয়ে বেঁধে দিলে শূল বেদনা কমে যায় ।
ফোলা রােগের লক্ষণ - মুখ - হাত - পা ফুলে যায় বা আঘাত লেগে সেই স্থান ফুলে যায় । চিকিৎসা — যে কারণেই ফুলে যাক , ফোলা জায়গায় আকন্দ পাতা বেঁধে রাখলে ফোলা
            সােথ রােগ : লক্ষণ — সারা দেহ ফুলে যায় । । চিকিৎসা - সাদা আকন্দের পাতার ৫ - ৬টি ১ কাপ জলে সেদ্ধ করে , সেই জল প্রত্যহ পান করলে ২০ / ২২ দিনের মধ্যে রোগ সারে ।
           গেঁটে বাত — দেহের প্রতিটি গাটে বেদনা হয় , রােগী নড়তে চড়তে পারে না । চিকিৎসা — আকন্দের পাতা বেদনার স্থানে বেধে রাখলে রােগ সারে ।
গেঁটে বাতে আকন্দের উপকারিতা গেঁটে বাতে আকন্দের উপকারিতা Reviewed by Dip on June 30, 2019 Rating: 5

1 comment:

  1. Very helpful website i have also same article my web site: https://techonlinebd.com

    ReplyDelete

Powered by Blogger.