রক্তের দোষ দূর করতে হেলেঞ্চা

রক্তের দোষ দূর করতে হেলেঞ্চা

হেলেঞ্চা 


            বৈজ্ঞানিক গবেষণাতেও এর অনেক গুণ পাওয়া গেছে, এন্টি অক্সিডেন্ট, জীবানু নাশক, ব্যথা নাশক, ডায়ারিয়া হ্রাস, স্নায়ু উত্তেজনা প্রশমন ইত্যাদি। হেলেঞ্চা ভেষজ চিকিৎসায় কোষ্ঠকাঠিন্যহাঁপানি, স্নায়ুরোগ, বাতের ব্যথাঘামাচি, হাত-পা জ্বালা ইত্যাদিতে ব্যবহৃত হয়ে থাকে।
            
            রক্তের দোষে : লক্ষণ — সারাদেহে চুলকানি হয় । ঘা, পাঁচড়া ও ব্রণ প্রভৃতি চর্মরােগ দেখা যায়  । চিকিৎসা - হেলো শাক সেদ্ধ করে গরম = সঙ্গে রােজ খেলে , রক্তের দোষ থাকে না । ১ মাস খেতে হবে ।
           প্রমেহ রােগে : লক্ষণ — পুরুষের শিশ্নমুণ্ড দিয়ে হল শুক্র নিতে হয় , নারীর যোনিদেশ ঘের মত না ভিজে কে । চিকিৎসা — ২৫ মে হেলেঞ্চার রস ২০০ গ্রাম দুধের সঙ্গে মিশিয়ে রােজ সকালে ১ মাস যাবৎ খেলে রােগ আরােগ্য হয় ।
          
           দৃষ্টিশক্তিহীনতায় লক্ষণ — চোখের দৃষ্টি কমে চিকিৎসা - ১ কাপ গরম দুধের সঙ্গে ২ চামচ হেলেঞ্চার রস মিশিয়ে ১ মাস পর্যন্ত খেলে দৃষ্টিশক্তি বৃদ্ধি পাবে ।
রক্তের দোষ দূর করতে হেলেঞ্চা রক্তের দোষ দূর করতে হেলেঞ্চা Reviewed by Dip on July 01, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.