লিভারের দোষ সারাতে এটি ব্যবহার করুন




কালমেঘ বা কালোমেঘ এই ভেষজ উদ্ভিদটির গুন অপরিসীম। ডায়াবেটিস, কৃমি , যকৃতের দোষে, সাধারণ সর্দি কাশি ছাড়াও আরও অনেক রোগ প্রতিরোধে এর ব্যবহার করা হয়। 


কালমেঘ পাতার অসাধারণ কিছু উপকারিতা:

কৃমি নাস করতে : শিশুদের প্রায়ই কৃমি হয় , এটি দূর করতে কালমেঘ অব্যর্থ । 1 চামচ কালমেঘ পাতার রস নিয়ে 1 চামচ মধু মিশিয়ে খেলে কৃমি নাস হয়।

ম্যালেরিয়ায়: ৪ গ্লাস জলে ২৫ থেকে ৩০ টি কালমেঘ পাতা সেদ্ধ করে ১কাপ করে সকাল ও সন্ধ্যায় খেলে ম্যালেরিয়া কমে যাবে।
লিভারের দোষ -- যকৃতের বিভিন্ন ধরনের রোগ আক্রমণের হাত থেকে বিরত থাকতে প্রতি দিন খলি পেটে ১ চামচ করে কালমেঘ পাতার রস খেলে লিভার জনিত বিভিন্ন ধরনের রোগ দূর হবে।
ডায়বেটিস: ডায়বেটিস দূর করতে কালমেঘ পাতার রস একটি অব্যর্থ ওষধ। প্রতি দিন সকালে খলি পেটে ১ চামচ করে কালমেঘ পাতার রস খেলে ডায়বেটিস কমে যাবে।
লিভারের দোষ সারাতে এটি ব্যবহার করুন লিভারের দোষ সারাতে এটি ব্যবহার করুন Reviewed by Dip on July 07, 2019 Rating: 5

1 comment:

  1. Very helpful website i have also same article my web site: https://techonlinebd.com

    ReplyDelete

Powered by Blogger.