পাথরকুচি (Bryophyllum pinnatum)

পাথরকুচি    
            পাতলা পায়খানাতে লক্ষণ — আহারের অনিয়ম , অসময়ে আহার , অধিক আহার প্রভৃতি পাথরকুচি কারণে পায়খানা পাতলা হয় , বারবার পায়খানা । হতে থাকে । চিকিৎসা — ৪ / ৫টি পাথরকুচির পাতা নুনসহ চিবিয়ে খেলে পাতলা পায়খানা বন্ধ হয় ।
            অর্শরােগে : লক্ষণ — মলদ্বারে গুটির মত  হয় । একটি বা একাধিক হয়ে থাকে । একে অর্শের বলি বলা হয় ।  চিকিৎসা — পাথরকুচির পাতা ২টি নিয়ে বেটে অর্শের বলিতে লাগাবেন । সঙ্গে সঙ্গে অর্শের যন্ত্রণা কমে যাবে ।
            কেটে বা ছড়ে গেলে — দেহের কোন স্থানে কেটে বা ছড়ে গেলে ২টি পাথরকুচির পাতা । থেতাে করে কাটা স্থানে লাগালে তৎক্ষণাৎ রক্তপাত বন্ধ হয় ।
           পিত্তপাথুরীতে — পিত্তকুপিত কারণে যদি পিত্তপাথুরী হয় , তাহলে পাথরকুচির পাতার রস । এক সপ্তা রােজ সকালে ৪ চামচ করে খেলে ১ মাসের মধ্যে পিত্তপাথুরী দূর হয় ।
পাথরকুচি (Bryophyllum pinnatum) পাথরকুচি (Bryophyllum pinnatum) Reviewed by Dip on June 28, 2019 Rating: 5

1 comment:

Powered by Blogger.