অপরাজিতা (Asian pigeonwings)

অপরাজিতা
                   এটি একটি গুল্ম জাতীয় উদ্ভিদ, সুন্দর ফুলের জন্য এই গাছ পরিচিত আছে এবং এর আয়ুর্বেদিক গুন ও অনেক।
            চক্ষুরােগ — চোখ জ্বালা করলে ও চোখ থেকে জল পড়তে থাকলে ৮ / ১০টি অপরাজিতার পাতা বেটে কপালে প্রলেপ দিন , চোখ জ্বালা ও জল পড়া বন্ধ হবে ।
            শূলবেদনায় : লক্ষণ — পেটে মাঝে মাঝে তীব্র বেদনা | অপরাজিতা হয় , রােগী যন্ত্রণায় ছটফট করতে থাকে । । চিকিৎসা — নীল অপরাজিতার মূল ৫ গ্রাম পরিমাণ বেটে , তার সঙ্গে ২ চামচ মধু ও ২ চামচ ঘি , ১ চামচ চিনি মিশিয়ে শিশিতে ভরে রাখুন । প্রত্যহ খাবার পর ১ চামচ করে ১ মাস খেলে শূল বেদনা কমবে ।
অপরাজিতা (Asian pigeonwings) অপরাজিতা (Asian pigeonwings) Reviewed by Dip on June 25, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.